ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি’, থানচিতে এক সপ্তাহের ভ্রমণ নিষেধাজ্ঞা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
‘বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি’, থানচিতে এক সপ্তাহের ভ্রমণ নিষেধাজ্ঞা

বান্দরবান: আগামীকাল বুধবার থেকে শুরু করে আগামী মঙ্গলবার পর্যন্ত বান্দরবানের থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সংক্রান্ত একটি গণ-বিজ্ঞপ্তি জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি।

গতকাল সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সই করা গণ বিজ্ঞপ্তিতে বলা হয়, থানচি উপজেলার বিভিন্ন এলাকায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতি লক্ষ্য করায় বান্দরবান রিজিয়ন কর্তৃক আধিপত্য বিস্তারমূলক টহল কার্যক্রম পরিচালনা ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে থানচি উপজেলায় আগামীকাল বুধবার (১১ জানুয়ারি) থেকে আগামী মঙ্গলবার (১৭ জানুয়ারি) পর্যন্ত স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ থাকবে।

বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতিসহ বেশ কয়েকটি কারণে এর আগে বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফা গণ বিজ্ঞপ্তি জারি করে এ অঞ্চলে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। সর্বশেষ গতবছর ১১ ডিসেম্বর রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে প্রশাসন। যা এখনও বলবৎ রয়েছে।

উল্লেখ্য, বান্দরবানের বিভিন্ন দুর্গম পাহাড়ে সন্ত্রাসীদের কার্যক্রম বেড়ে যাওয়ায় তাদের নির্মূলে ২০২২ সালের ১০ অক্টোবর থেকে রুমা, রোয়াংছড়ি, থানচি ও আলীকদম উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোয় যৌথ বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযান শুরু হয়। গত ২০ অক্টোবর বান্দরবান ও রাঙামাটির সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়ার সাত ও পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ’র তিন সদস্যকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাদের কাছ থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।