ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০২, জানুয়ারি ১০, ২০২৩
খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যবর্তন দিবস শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে শোভাযাত্রা বের করা হয়।

শোভা যাত্রাটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শাপলা চত্ত্বর ঘুরে টাউন হলে চেতনা মঞ্চে গিয়ে শেষ হয়।

পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

সভায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধরী অপু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কংজরী চৌধুরী, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘন্টা, জানুয়ারি ১০, ২০২৩
এডি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।