ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাদামাটির মধ্যে মিলল সাড়ে ৩ কেজি স্বর্ণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
কাদামাটির মধ্যে মিলল সাড়ে ৩ কেজি স্বর্ণ

বেনাপোল (যশোর): কৃষক বেশে বেনাপোল সীমান্তের ইছামতী নদীর তীরে কাদামাটির ভেতর থেকে ৩ কেজি ৩৫৩ গ্রাম ওজনের ছোট বড় ৬ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবির সদস্যরা।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর ১টার দিকে বেনাপোলের দৌলতপুর সীমান্তের কালীয়ানি বিএসএফ ক্যাম্পের ৩০০ গজ  বিপরীতে বাংলাদেশের সীমানার ভেতর থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

 

এসময় পাচারকারী কৌশলে ইছামতী নদী পার হয়ে ভারতে পালিয়ে যায়।  

খুলনা বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বেনাপোলের দৌলতপুর সীমান্তের ইছামতী নদীর তীরে বিপুল পরিমাণ স্বর্ণের চালান অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থানরত সন্দেহভাজন এক ব্যক্তিকে থামতে বলা হলে সে ইছামতী নদী পার হয়ে ভারত সীমান্তে পালিয়ে যায়। এসময় সেখানে অভিযান চালিয়ে ইছামতী নদীর তীরে কাদামাটির ভেতর থেকে ৩ কেজি ৩৫৩ গ্রাম ওজনের ছোট বড় ৬ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৬২ লাখ টাকা।  

উদ্ধারকৃত এই স্বর্ণ ট্রেজারিতে হস্তান্তর করা হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।