বরিশাল: বরিশাল রেঞ্জের ডিআইজি এস.এম আক্তারুজ্জামান বলেন, বিগত সময়ের থেকে পুলিশ খেলাধুলাসহ সামাজিক অন্যান্য কর্মকাণ্ডে অনেক এগিয়ে যাচ্ছে। যেমন-কাবাডিসহ কিছু ট্র্যাডিশনাল গেম, কালের বিবর্তনে যা হারিয়ে যাচ্ছে, সেগুলো পুলিশই আবার ফিরিয়ে আনছে।
বুধবার (১১ জানুয়ারি) সকালে নগদ এর সহযোগিতায় জেলা পুলিশের আয়োজনে আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
নগদকে ধন্যবাদ জানিয়ে ডিআইজি বলেন, আজকের মতো ভবিষ্যতেও আপনারা থাকবেন আমাদের পাশে। খেলাধুলার জন্য মাঠের স্বল্পতা থাকায় আমাদের এ মাঠে আমাদের ছেলেদের পাশাপাশি বাহিরের ছেলেরাও খেলাধুলা করছে। আমরা এ মাঠটিকে আগের থেকে অনেক উন্নত করেছি, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম-বিপিএম এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. ফারুক উল হক-পিপিএম, নগদ লিমিটেডের এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক লে. কর্নেল (অব.) মো. কাওসার সওকত আলী, অতিরিক্ত পরিচালক এম মাহবুব আলম-পিপিএম, বরিশাল জেলা ক্রিড়া অফিসার হুসাইন আহমাদ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার।
উল্লেখ্য, এ টুর্নামেন্টে ছয় জেলার ৬টি ও রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) এর সদস্যদের একটিসহ মোট ৭টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচটি পিরোজপুর ও ঝালাকাঠি জেলা পুলিশ দলের মধ্যে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এমএস/এসএম