গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন নাওজোর এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে আহত হন সিএনজিচালক।
বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপ- পরিদর্শক (এসআই) শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় আশপাশে থাকা উত্তেজিত জনতা তাকওয়া পরিবহনের ওই বাসে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নেভায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত সিএনজিচালককে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। সিএনজিতে যাত্রী ছিল কি না তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুর মেট্রোপলিটনের উপ-কমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেন বলেন, তাকওয়া পরিবহনের বাস ও সিএনজির সংঘর্ষ হয়। এসময় উত্তেজিত জনতা তাকওয়া পরিবহনের ওই বাসে আগুন ধরিয়ে দেয়। ওই বাস ও সিএনজি থানায় নেয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০৫, জানুয়ারি ১১, ২০২৩।
আরএস/এসএএইচ