ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

শৌচাগারের কূপ খনন করতে গিয়ে মাটিচাপায় শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
শৌচাগারের কূপ খনন করতে গিয়ে মাটিচাপায় শ্রমিক নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর এলাকায় নির্মাণাধীন শৌচাগারের কূপ খননের সময় মাটি ধসে পড়ে আশরাফ আলী (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

বুধবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে শহরের গোশালা মহল্লার মোহাম্মদ নাসিম পৌর কাচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আশরাফ আলী কামারখন্দ উপজেলায় ভদ্রঘাট ইউনিয়নের ফকির চরের ভাষা শেখের ছেলে।  

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আতাউর রহমান জানান, গোশালা কাঁচাবাজর মার্কেট এলাকার স্বপ্না খাতুনের বাড়িতে একটি শৌচাগারের কূপ খনন করছিলেন আশরাফসহ তিনজন শ্রমিক। প্রায় ১৭ ফুট গভীর করে খননের পর কূপের মধ্যে মাটির পাত বসাতে নিচে যান আশরাফ। এসময় হঠাৎ মাটি ধসে পড়লে আশরাফ চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মাটি সরিয়ে দুই ঘণ্টা পর আশরাফকে অচেতন অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।