ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল যুবকের মেহেরাব হোসেন অপি: ফাইল ফটো

ফেনী: ফেনীতে অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ হারিয়েছেন মেহেরাব হোসেন অপি (২২) নামে এক যুবক। নিহত যুবক ফেনীর দাগনভূঞা পৌর এলাকার উত্তর শ্রীধরপুর সালাম সওদাগর বাড়ির আবুল কালাম কোম্পানির ছেলে।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে অপি দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে গজারিয়া এলাকার দিকে যাচ্ছিলো। এ সময় তিনি খুশিপুর বৈদ্যুতিক সাব স্টেশন সংলগ্ন স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।  

এতে মোটরসাইকেল দুমড়ে-মুছড়ে যায় এবং অপি অনেক দূর গিয়ে ছিটকে পড়েন। আহত অবস্থায় অপিকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম বলেন, মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ওই যুবক বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এসএইচডি/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।