ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডিএমপির ৬ ওসিসহ ১১ পরিদর্শকের বদলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
ডিএমপির ৬ ওসিসহ ১১ পরিদর্শকের বদলি

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৬ জন ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদেরকে এ বদলি করা হয়।

আদেশে যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলামকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি কাজী আবুল কালামককে গোয়েন্দা-মতিঝিল বিভাগে, শ্যামপুর থানার ওসি মো. মফিজুল আলমকে যাত্রাবাড়ী থানার ওসি, পিআরএন্ডএইচআরডি বিভাগের পরিদর্শক মো. নজরুল ইসলামকে শ্যামপুর থানার ওসি, সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগেরর পরিদর্শক মো. শাহীনুর রহমানকে কোতয়ালী থানার ওসি, কোতয়ালী থানার ওসি মো. মিজানুর রহমানকে মতিঝিল থানার ওসি হিসাবে বদলি করা হয়।

এছাড়া, মতিঝিল থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত খানকে ডিএমপির অপরাধ বিভাগের পরিদর্শক, বংশাল থানার ওসি আবুল খায়েরকে ডিএমপির অপারেশনস বিভাগের পরিরিদর্শক, গোয়েন্দা মতিঝিল বিভাগের পরিদর্শক মো. মজিবুর রহমানকে বংশাল থানার ওসি, ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের পরিদর্শক মো. আজহারুল ইসলামকে যাত্রাবাড়ী থানার পরিরিদর্শক (তদন্ত), গেন্ডারিয়া থানার পরিদর্শক (অপারেশন) প্রেমদাস রায়কে হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
পিএম/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।