ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

নড়াইলে সুলতান মেলায় ঘোড়ার গাড়ি দৌড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
নড়াইলে সুলতান মেলায় ঘোড়ার গাড়ি দৌড় ঘোড়ার গাড়ি দৌড়

নড়াইল: বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুলতান মেলার পঞ্চম দিনে ঘোড়ার গাড়ি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে পর নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন কুড়ির ডোব মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অভিনব এই ঘোড়ার গাড়ি দৌড় দেখে উচ্ছাসিত আগত দর্শকেরা। জেলার বিভিন্ন স্থান থেকে মোট ১৩টি ঘোড়ার গাড়ি এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে বলে জানায় আয়োজক সাংশ্লিষ্টরা।  

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দাস, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মন্নু প্রমুখ।  

প্রতিযোগিতা দেখতে আসা কলেজ পড়ুয়া রামিম হোসেন বাংলানিউজকে বলেন, আগে ঘোড়ার দৌড় দেখেছি কিন্তু গাড়িসহ এই প্রথম দেখলাম।  

বিজয়ী ঘোড়ার গাড়ির মালিক প্রথম পুরস্কার হিসেবে পেয়েছেন ৩২ ইঞ্চি রঙিন টেলিভিশন ও দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ২৪ ইঞ্চি রঙিন টেলিভিশন।  

এছাড়া তৃতীয় ও চতুর্থ পুরস্কার বিজয়ীদের মধ্যে রাইস কুকার ও পেসার কুকার পুরস্কার দেওয়া হয়।

গত ০৭ জানুয়ারি থেকে শুরু হওয়া সুলতান মেলা চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্তু।   মেলার সমাপনী অনুষ্ঠানে দেশ বরেণ্য একজন চিত্র শিল্পীকে ‘সুলতান পদক’ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।