ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে ২ নদীতে মিলল ৩ মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
কক্সবাজারে ২ নদীতে মিলল ৩ মরদেহ নাফ নদী: ফাইল ফটো

কক্সবাজার: কক্সবাজারের ২টি নদী থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঈদগাঁও নদী থেকে উদ্ধার করা হয় শাহাব উদ্দিন (৪২) নামের এক ব্যক্তির মরদেহ।

বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফের নাফনদী থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয় অজ্ঞাত আরও ২ ব্যক্তির মরদেহ।  

ঈদগাঁও নদী থেকে উদ্ধার হওয়া শাহাব উদ্দিন ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী গ্রামের বাসিন্দা।

ঈদগাঁও থানার ওসি মো. গোলাম কবির জানান, শাহাব উদ্দিন দিনমুজুর। লবণের মাঠের কাজ শেষে রাতে বাড়িতে ফিরে বাথরুমের উদ্দেশে বের হন। তাদের বাড়ির বাথরুমটি নদীর কাছে। কিন্তু রাতে আর ঘরে ফিরেননি। সকালে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়।  

স্বজনরা জানান, শাহাব উদ্দিনের হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার রোগ রয়েছে। এর আগেও অনেকবার বাথরুমে গিয়ে অজ্ঞান হন। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে স্থানীয়দের দেওয়া তথ্য মতে টেকনাফের জাদিমুরাস্থ নাফ নদীর মোহনা থেকে বস্তাবন্দি ২ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিম জানান, নিহতদের পরিচয় শনাক্ত করা এখনো সম্ভব হয়নি। মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, জানুয়ারি ১১,২০২৩
এসবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।