ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে দুই দিনব্যাপী সাহিত্য মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
শরীয়তপুরে দুই দিনব্যাপী সাহিত্য মেলা শুরু

শরীয়তপুর: শরীয়তপুরে দুই দিনব্যাপী (১২ ও ১৩ জানুয়ারি) জেলা সাহিত্য মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে শরীয়তপুর শহীদ মিনার প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।

শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ একাডেমির সচিব এএইচএম লোকমান, বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল হক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনায়লের সচিব সুস্মিতা ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুল হাদি মুহাম্মদ শাহ পরান ও ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোশার্রফ আলী।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।