ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

জামালপুর: জামালপুরের মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদ হাসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহষ্পতিবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে অসাবধানতা বশত বিদ্যুতের লাইন বন্ধ না করেই কাজ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় জনি (৩৫) নামে আরও এক যুবক আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয়রা জানান, কিছুদিন আগে জাহিদ কয়েকজনকে নিয়ে চুক্তিতে পৌর শহরের সড়কবাতির খুটি স্থাপনের কাজ নেন। ঘটনার দিন খুটি স্থাপনের কাজে গেলে বিদ্যুতের মূল সংযোগ লাইন বন্ধ না করেই খুটি স্থাপন করতে থাকেন। এক পর্যায়ে মূল লাইনের (এইচটি) ১১ কেভি তারের ওপর খুটিটি পড়ে জাহিদ বিদ্যুতায়িত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।