ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

ভারতীয় গরুসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
ভারতীয় গরুসহ যুবক আটক

দিনাজপুর: দিনাজপুরে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা ৫টি গরুসহ কামরুজ্জামান নামে (৩০) এক যুবককে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

শনিবার (১৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার আলাদীপুর ইউনিয়নের বারাই হাট ছয়পুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটক কামরুজ্জামান একই উপজেলার দৌলতপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার মৃত রইছ উদ্দিনের ছেলে। তিনি নছিমন (শ্যালো মেশিন চালিত ৩ চাকার যান) চালক ছিলেন বলে জানা গেছে।  

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে ভারতীয় গরু পাচারের খবর পেয়ে অভিযান চালায় ফুলবাড়ী থানা পুলিশ। একপর্যায়ে উপজেলার আলাদীপুর ইউনিয়নে বারাই হাট ছয়পুকুর এলাকায় অভিযানকালে নছিমনে করে বিক্রির জন্য নিয়ে যাওয়া ৫টি ভারতীয় গরুসহ চালক কামরুজ্জামানকে আটক করে পুলিশ। তবে চোরা কারবারিরা পালিয়ে যায়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬৪৪, জানুয়ারি ১৪, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।