ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় আহত সেই পরিবার পরিকল্পনা সহকারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
সড়ক দুর্ঘটনায় আহত সেই পরিবার পরিকল্পনা সহকারীর মৃত্যু শিখা

হবিগঞ্জ: বাসের ধাক্কায় আহত হবিগঞ্জের লাখাই উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী শিখা রাণী দাশ (৪০) মারা গেছেন।

সোমবার (১৬ জানুয়ারি) ভোরে সিলেট থেকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

এমন তথ্য জানিয়েছেন তার সহকর্মীরা।

এর আগে, শনিবার (১৪ জানুয়ারি) তিনি দুর্ঘটনায় আহত হন।

শিখার সহকর্মীরা জানান, শিখা শনিবার সন্ধ্যায় জেলা শহর থেকে অটোরিকশায় করে বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে তার বাবার বাড়ি যাচ্ছিলেন। পাতারিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে শিখা গুরুতর আহত হন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ (সোমবার) ভোরে সিলেট থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

হবিগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, শিখার স্বামীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামে। সাড়ে তিন বছর আগে তার স্বামী স্কুল শিক্ষক অমল চন্দ্র দাশ মারা গেছেন। তাদের দুটি সন্তান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
জেডএ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।