ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারীর ক্ষমতায়নের জন্য তাদের কাজ করতে দিতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
নারীর ক্ষমতায়নের জন্য তাদের কাজ করতে দিতে হবে

বাগেরহাট: নারী মুক্তির অন্যতম পথ হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের জড়িত করা। পরিবার, সমাজ ও রাষ্ট্রের অর্থনৈতিক কর্মকাণ্ডের অংশগ্রহণ থাকলে নারীরা আত্মবিশ্বাসী হবেন।

কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে দেওয়া হয় না। ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে, নারীদের কাজের সুযোগ দিতে হবে।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে দ্যা হাই কমিশন অফ কানাডা বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত নারীদের সক্ষমতা, নেতৃত্ব বিকাশ ও রাজনৈতিক দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালায় বক্তারা এ সব কথা বলেন।

উন্নয়ন সংস্থা ওয়াদার আয়োজনে বাগেরহাট শহরের ধানসিড়ি মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।  

কর্মশালায় বক্তব্য দেন, কানাডা সরকারের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (রাজনৈতিক) ব্রাডলি কোটস, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াদার নিলুফা আক্তার ইতি, প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. আল আমিন সরদার, সাংবাদিক বাবুল সরদার, আলী আকবর টুটুল প্রমুখ।  

কর্মশালায় বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নারী, রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

জীবন দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, রাজনৈতিক দক্ষতা, রাজনীতিতে নারীর অংশগ্রহণ, নারীদের রাজনৈতিক অংশগ্রহণের প্রতিবন্ধকতা চিহ্নিত করন, তথ্য উপস্থাপন, জেন্ডার ভিত্তিক বৈষম্যতা নিরসন, সমাজ গঠনে নারীর ভূমিকা, অ্যাডভোকেসি কি, নির্বাচনী প্রচারণা বিষয় সম্পর্কে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।