জামালপুর: জামালপুর জেলা যুব মহিলালীগ সভাপতির পদ থেকে ফারহানা সোমাকে অব্যাহতি চেয়ে কেন্দ্রীয় যুব মহিলালীগের কাছে আবেদন জানিয়ে চিঠি দিয়েছে জামালপুর জেলা আওয়ামী লীগ।
এছাড়া ফারহানা সোমাকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।
জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন চন্দ স্বাক্ষরিত এ বিবৃতিতে এসব তথ্য জানা গেছে।
বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ যুব মহিলা লীগ জামালপুর জেলা শাখার সভাপতি ফারহানা সোমার নেতৃত্বে গত ১৪ জানুয়ারি দুশতাধিক ভাড়াটিয়া লোকসহ পার্শ্ববর্তী আবু সাইদ নামক প্রবীণ আওয়ামী লীগ কর্মীর বসতভিটা বলপূর্বক বেআইনিভাবে দখল কবার সচিত্র প্রতিবেদন জাতীয় দৈনিকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। , যা অত্যন্ত নিন্দনীয়। এট রাজনৈতিক দলীয় পরিচয়ের অপব্যবহার এবং জননেত্রী শেখ হাসিনার নারীর ক্ষমতায়ন শীর্ষক রাজনৈতিক ভাবনার পরিপন্থী। তাকে (ফারহানা সোমা) বাংলাদেশ যুব মহিলা লীগ জামালপুর জেলা শাখার সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান করা অতীব অত্যাবশ্যক।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
এমএইচ/এসএএইচ