ঢাকা: মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, প্রতিশ্রুত পণ্য বা সেবা সরবরাহ না করা এবং মূল্যবিহীন পণ্য বিক্রি করায় বাণিজ্যমেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (প্রচার ও প্রশিক্ষণ) আতিয়া সুলতানার নেতৃত্বে নিয়মিত মনিটরিং করা হয়। মনিটরিংয়ের সময় মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করা, প্রতিশ্রুত পণ্য বা সেবা সরবরাহ না করা এবং মূল্যবিহীন পণ্য বিক্রি করায় ৩টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা এবং সতর্ক করা হয়।
অভিযানে সহযোগিতা করেন প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (গবেষণাগার) শরিফুল ইসলাম, সহকারী পরিচালক (প্রচার) মো. শাহ আলম, অধিদপ্তরের কর্মচারী এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এসএমএকে/এমজেএফ