ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

তেলের দাম বৃদ্ধিতে বেড়েছে সরিষা আবাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
তেলের দাম বৃদ্ধিতে বেড়েছে সরিষা আবাদ

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এ বছর ১৫১ হেক্টর জমিতে সরিষার আবাদ বেড়ছে। ভোজ্য তেলের দাম বেড়ে যাওয়ায় এ বছর শস্যটির চাষ অনেক বেড়েছে।

কৃষি বিভাগ জানিয়েছে, গেল বছর বানিয়াচংয়ের হাওরে ২২৪ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছিল। এবারে ১৫১ হেক্টর বেড়ে তা চাষের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭৫ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৫০ মেট্রিক টন। যার বাজার মূল্য হতে পারে প্রায় ৬ কোটি টাকা।

এক সময় এ উপজেলায় ব্যাপক পরিমাণ সরিষার চাষ হলেও গেল কয়েক বছরে সেই মাত্রাটি কম ছিল। সাম্প্রতিককালে ভোজ্য তেলের দাম বেড়ে যায়। সরকারের নির্দেশনা ছিল আবাদযোগ্য জমি পতিত না রাখতে। সেই লক্ষ্যে কৃষি বিভাগ কাজ করেছে।

এদিকে, প্রথমবারের মতো বানিয়াচং উপজেলার শেখের মহল্লা মাঠে সরিষা জমির পাশে মৌ-বাক্স স্থাপন করা হয়েছে। এতে একদিকে ফলন ও তার সঙ্গে বাড়তি লাভ মধু। আর মৌ-বাক্স স্থাপনের কারণে জমিগুলোতে উৎপাদন বাড়তে পারে ১৫ থেকে ২০ শতাংশ।

এ বিষয়ে বানিয়াচং উপজেলা কৃষি কর্মকর্তা মো. এনামুল হক বাংলানিউজকে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আবাদ বাড়াতে চাষিদের সব ধরণের সহযোগিতা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।