ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বুড়িগঙ্গায় ইসমাইল হত্যা, আসামি হৃদয় আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
বুড়িগঙ্গায় ইসমাইল হত্যা, আসামি হৃদয় আটক মো. হৃদয়

ঢাকা: বুড়িগঙ্গা নদীতে রহস্যজনক ইসমাইল হত্যা মামলার অন্যতম পলাতক আসামি হৃদয়কে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। আসামি এক বছর ধরে পালিয়ে আত্মগোপনে ছিল।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কোতোয়ালি থানাধীন বাদামতলী এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে জানান, কামরাঙ্গীরচর থানাধীন বুড়িগঙ্গা নদীতে রহস্যজনক ইসমাইল হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মো. হৃদয় (২০) কামরাঙ্গীরচরের মুসলিমবাগ ৪নং গলি (কোরবান হাজির বাড়ি) এলাকায় বসবাস করতো। সে ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর থানার কচুয়া এলাকার মো. আব্দুল কুদ্দুছের ছেলে।

আটক আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এসজেএ/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।