ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ব‌রিশালে আগুনে ৪ বসত ঘরসহ দুই দোকান পুড়ে ছাই

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
ব‌রিশালে আগুনে ৪ বসত ঘরসহ দুই দোকান পুড়ে ছাই

বরিশাল: বরিশাল নগ‌রের চাঁদামরি এলাকার বঙ্গবন্ধু কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৪টি বসত ঘর, ২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের যুগ্ম প‌রিচালক মিজানুর রহমান জানান, ফায়ার সার্ভিসের সাত‌টি ইউনিট ও স্থানীয়দের সহায়তায় তারা আগুন নিয়ন্ত্রণ নেয় এবং কেউ হতাহত হয়নি। তবে কি কারণে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত হতে পারেনি।  দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণে নিতে পারায় বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে কলোনির ৫শ শতাধিক ঘরের বাসিন্দারা।

আগুনে কলোনির নুরু জমাদ্দার, খলিল হাওলাদার, বজলু মিস্ত্রি এবং মজিবর হাওলাদারে ঘরসহ আরও দুই‌টি দোকান পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে আরও ৩ থেকে ৪টি ঘর ক্ষতিগ্রস্থ হয়।

ভুক্তভোগীদের দাবি পরিকল্পিতভাবে বিরোধী পক্ষ তাদের ঘরে আগুন লাগিয়েছে। এ ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করে কলোনির বাসিন্দারা।

ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন ক্ষতিগ্রস্থদের সহায়তার আশ্বাস দেন।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে ব‌লে জানান ব‌রিশাল মহানগরের অ‌তি‌রিক্ত উপ পু‌লিশ ক‌মিশনার ফজলুল ক‌রিম।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এমএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।