ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেফতার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেফতার র‌্যাব-৯ এর হাতে আটক পলাতক আসামি সিরাজ। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব - ৯।  নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার এই আসামি প্রায় ২০ বছর ধরে পলাতক ছিলেন।

গ্রেফতার আসামির নাম সিরাজ (৪১)। ময়মনসিংহ জেলার ফুলপুর থানার রুপসী এলাকার বাসিন্দা মৃত আব্দুর রহিম এর ছেলে তিনি। মৌলভীবাজার জেলার সদর থানা এলাকায় দীর্ঘবছর ধরে ছদ্মবেশে বসবাস করে আসছিলেন সিরাজ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল মৌলভীবাজার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে সিরাজকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
বিবিবি/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।