ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পদোন্নতিপ্রাপ্ত ৪০ এএসপিকে নতুন কর্মস্থলে বদলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
পদোন্নতিপ্রাপ্ত ৪০ এএসপিকে নতুন কর্মস্থলে বদলি

ঢাকা: পুলিশের পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হওয়া ৪০ জনকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবুদল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ জানুয়ারির মধ্যে বর্তমান কর্মস্থল ত্যাগ করতে হবে। যদি ত্যাগ না করেন তাহলে ৩০ জানুয়ারি তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

যেসব এলাকায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, সেসব এলাকায় তফসিলের মেয়াদ শেষে বদলির আদেশ কার্যকর করা হবে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।