ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদগঞ্জে ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
ফরিদগঞ্জে ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে পশ্চিম লাড়ুয়া গ্রামের ৩শতাধিক নারী, পুরুষ অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) ওই গ্রামের পশ্চিম লাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করে চাঁদপুর ফ্যামিলি কেয়ার হাসপাতাল (প্রাঃ)।

সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চিকিৎসাসেবা প্রদান করেন হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. ইউনুছ খান ও ডা. আনিছুর রহমান।

হাসপাতালের পরিচালক সালাম আজাদ জানান, প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসাসেবা বঞ্চিত অসহায়, দরিদ্র ও বয়স্ক রোগীদের কথা চিন্তা করে আমরা বিনামূল্যে এই চিকিৎসাসেবার আয়োজন করেছি। কারণ অনেক মানুষের শহরে গিয়ে চিকিৎসাসেবা নেওয়ার সামর্থ্য নেই। আজকে চিকিৎসাসেবার পাশাপাশি আমরা বিনামূল্যে কিছু ওষুধও দিয়েছি।

তিনি আরও জানান, আমাদের এই চিকিৎসাসেবা কার্যক্রমে স্থানীয় লোকজন সার্বিক সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও আমাদের এই ধরণের চিকিৎসাসেবা ক্যাম্প করার পরিকাল্পনা আছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।