ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে ট্রাকচাপায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
নাটোরে ট্রাকচাপায় পথচারী নিহত প্রতীকী ছবি

নাটোর: নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় মো. শামসুল হক (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার বলিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামসুল হক উপজেলার হিজলি গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বাংলানিউজকে জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে সিংড়া-কলম আঞ্চলিক সড়কের বলিয়াবাড়ি এলাকায় হেঁটে পথ চলছিলেন ওই পথচারী। এ সময় বালুবহনকারী একটি ট্রাক তাকে পেছন থেকে চাপা দেয়।  এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।