ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় তিন দিনের অনলাইন নারী উদ্যোক্তা মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
ভোলায় তিন দিনের অনলাইন নারী উদ্যোক্তা মেলা শুরু

ভোলা: ভোলায় শুরু হয়েছে অনলাইন নারী উদ্যোক্তা মেলা। শনিবার (২০ জানুয়ারি) সকালে এ মেলার উদ্বোধন করেন ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

শহরের চিলি চাইনিস রেস্টুরেন্টে এ মেলার আয়োজন করে ‘ভোলা ওয়ামেনস ই-কমাস প্লাটফর্ম’ নামের একটি নারী উদ্যোক্তা সংগঠন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবদুর রব স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খাতুন, বাংলাদেশ আবৃত্তি সংসদের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক সামস উল আলম মিঠু, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির, আজকের পত্রিকা প্রতিনিধি শিমূল চৌধূরী প্রমুখ।

মেলায় থ্রিপিস, ফ্যাশন, ফাস্টফুড, রকমারি ডিজাইনের জুয়েলারি, কসমেটিকস ও কেকসহ বিভিন্ন পণ্যের ১৬টি স্টল বসছে। মেলার প্রথম দিন দেখা গেছে ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

কয়েকজন দর্শনার্থী জানালেন, এ মেলায় আসতে পেরে অনেক ভালো লাগছে। এখান থেকে আমরা উদ্যোক্তা হয়ে ওঠার স্বপ্ন দেখছি।  
 
চাঁদেরহাট বস্ত্র মেলার উদ্যোক্তা মুজিয়া রহমান পূর্ণ বলেন, ভোলার নারীরা এখন আর পিছিয়ে নেই, তারা অনলাইন ব্যবসা এগিয়েছে। অনলাইন ব্যবসায় ঝুকে পড়ছে নারীরা। এতে একদিকে যেমন তারা আত্মনির্ভরশীল হচ্ছেন অন্যদিকে সাবলম্বী হয়ে উঠছেন। পরিবারের কাজে ফাঁকে তারা নিজেদের মেধা দিয়ে ব্যবসাকে টিকিয়ে রেখেছেন।

আরেক উদ্যোক্তা সুলতানা তাজিন বলেন, আমি ৫ হাজার টাকা দিয়ে প্রথম জুয়েলারি ব্যবসা শুরু করেছিলাম। দুই বছরে এখন আমার পুঁজি ৩ লাখ টাকার ওপরে। আমাকে দেখে এখন অন্যরাও ঝুঁকে পড়েছেন এ ব্যবসায়।

অনলাইন ওয়াম্যানস ই-কমার্স প্লাটফমের সভাপতি এসবি বিথি বলেন, আমাদের ভোলার নারীরা অনলাইন ব্যবসায় ঝুঁকে পড়েছেন। এর সংখ্যা দিন দিন বাড়ছে। নারীরা উৎসাহিত হচ্ছেন, বর্তমানে দুই শতাধিক নারী এ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। যাদের বেশিরভাগ নিজ নিজ অবস্থানে প্রতিষ্ঠিত।

নারী উদ্যোক্তা পাপিয়া চৌধুরী বলেন, ২৪ হাজার টাকা নিয়ে প্রথম ব্যবসা শুরু করি এখন আমার পুঁজি ২০ লাখ টাকা। আমার ফ্যাশন হাউজে কর্মসংস্থান হয়েছে আরও ৪ নারীর।  

অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলার পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, নারীদের এমন উদ্যোগ সত্যিই অনেক প্রশংনীয়। পাশাপাশি তাদের পেইজের নিরাপত্তার প্রয়োজনীয়তা রয়েছে। তারা যাতে কোনো রকম প্রতারিত না হয়, সে জন্য পুলিশ তাদের সার্বিক সহযোগীতা করবে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।