ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

স্বামীর ‘বিশেষ অঙ্গ’ কেটে ফেললেন স্ত্রী! 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
স্বামীর ‘বিশেষ অঙ্গ’ কেটে ফেললেন স্ত্রী!  প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর তুরাগে ধারালো অস্ত্র দিয়ে মাসুদ নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে ফেলেছেন তার স্ত্রী।  

শনিবার (২১ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে তুরাগ বাউনিয়া বটতলা আমানুল্লাহ রোডের একটি বাড়িতে এই ঘটনা ঘটে।

 

আহত মাসুদকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্ত্রী পলি আক্তারকে আটক করেছে পুলিশ।

তুরাগ থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, পারিবারিক ঝামেলার কারণে হয়তো স্ত্রী তার স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেছেন। এই ঘটনায় স্ত্রী পলি আক্তারকে আটক করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে আহত মাসুদকে হাসপাতালে নিয়ে আসা তার পরিচিত বশির নামে এক যুবক জানান, মাসুদ ও তার স্ত্রী দুজন দুজনকেই সন্দেহ করতেন। স্ত্রী বলেছেন তার স্বামী আরও বিয়ে করেছেন। আর মাসুদের দাবি তার স্ত্রী পরকীয়া করেন। এসব নিয়ে এ দম্পতির মধ্যে ঝামেলা চলছিল।

ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ ক্যাম্প (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, হাসপাতালে মাসুদের অস্ত্রোপচার চলছে।  

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এজেডএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।