ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মধ্যে বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মধ্যে বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে দুস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।  

রোববার (২২ জানুয়ারি) জেলার শিবগঞ্জ, ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল উপজেলায় কালের কণ্ঠের শুভসংঘের উদ্যোগে বসুন্ধরা গ্রুপের সহায়তায় এক হাজার কম্বল বিতরণ করা হয়।

 
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হায়াত, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, জীবন, আবির, বাংলাদেশ প্রতিদিন ও নিউজটোয়েন্টিয়োর টিভি’র প্রতিনিধি মো.রফিকুল আলম,ডেইলি সানের জেলা প্রতিনিধি কামাল সুকরানা, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আহসান হাবিবসহ অনেকে। শীতের কম্বল পেয়ে বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দুস্থ মানুষগুলো।  

এদিকে রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সংবাদপত্র এজেন্ট ও হকারদের মধ্যে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।  

এর আগে গতকাল শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ২০০ জনকে কম্বল দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।