পঞ্চগড়: বাজার তদারকি অভিযান পরিচালনা করে হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়।
রোববার (২২ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় সদর বাজারের চৌরঙ্গী মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
পরেশ চন্দ্র বর্মন বাংলানিউজকে বলেন, পঞ্চগড় শহরে বাজার তদারকি অভিযান পরিচালনা করার সময় মেয়াদোত্তীর্ণ পণ্য ও আমদানিকারক বিহীন পণ্য রাখা এবং লেবেল ব্যবহার না করায় আব্দুল্লাহ কনফেকশনারিকে তিন হাজার টাকা ও আল-বাইক কনফেকশনারিকে চার হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রুটি-পরাটা তৈরিতে আটা-ময়দার সঙ্গে সাল্টু (অ্যামোনিয়া সারের গুঁড়ো) ব্যবহার করায় মৌচাক হোটেলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা সঙ্গে সঙ্গে আদায় করা হয়।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
এসআই