ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বরসা’র কার্যালয় ঘেরাও  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বরসা’র কার্যালয় ঘেরাও  

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে ১০০ কোটি টাকা আত্মসাতের প্রতিবাদ ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে বেসরকারি সংস্থা (এনজিও) বরসা’র কার্যালয় ঘেরাও ও মানববন্ধন করেছেন গ্রাহকরা।  

রোববার (২২ জানুয়ারি) উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে বরসার শাখা কার্যালয়ের সামনে হাজার হাজার গ্রাহকের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জীর সভাপতিত্বে বক্তারা বলেন, বেসরকারি সংস্থা (এনজিও) বরসা স্থানীয় গ্রাহকদের মোটা অংকের সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে ১০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এনজিওটির পরিচালক একেএম আনিছুর রহমান মারা যাওয়ার পর গ্রাহকের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন বর্তমান পরিচালক আশিকুর রহমান। তবে দীর্ঘ এক বছর অতিবাহিত হলেও একজন গ্রাহকের টাকাও ফেরত দেওয়া হয়নি। দেশের বিভিন্ন উপজেলায় বরসার ২৩টি শাখা অফিস রয়েছে। এসব শাখা থেকে কোটি কোটি টাকা লুটে নিয়ে দেশের বাইরে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন এনজিওটির পরিচালক। টাকা ফেরত চাইতে গেলে এনজিওর পরিচালক নিজের প্রভাব খাটিয়ে ও পুলিশের ভয় দেখিয়ে ভুক্তভোগীদের মুখ বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, সাধারণ মানুষের কোটি কোটি টাকা লুটে নিয়ে দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন এনজিওটির পরিচালক। এসময় টাকা ফেরত না পেলে সাতক্ষীরায় এনজিওটির প্রধান কার্যালয়ের সামনে গিয়ে আমরণ অনশনসহ কঠোর কর্মসূচির আল্টিমেটাম দেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা।
 
মানববন্ধনে আরও বক্তব্য দেন- মথুরেশপুর বাজার কমিটির সভাপতি আমিনুর রহমান, ভুক্তভোগী আব্দুর রাজ্জাক মল্লিক, তাপস মণ্ডল, আব্দুর জব্বার, শওকত গাজী, নাজমুস সাদাত টিপু, শেখ ওকালাত মাস্টার প্রমুখ।

ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী জানান, ২০২২ সালের মার্চের ২০ তারিখে হাজারও গ্রাহক টাকা ফেরত পাওয়ার দাবিতে বরসা এনজিওর ম্যানেজারকে আটকে রেখে অফিস ঘেরাও করেছিল। সেসময় কালিগঞ্জ থানার তৎকালীন ওসি গোলাম মোস্তফার উপস্থিতিতে হিসাব করে দেখা যায় নিট ৭৫ কোটি টাকাসহ লভ্যাংশ দিয়ে মোট ১০০ কোটি টাকা দায় রয়েছে এনজিওটির। তখন বরসা এনজিওর স্বত্বাধিকারী আশিকুর রহমান ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে টাকা পরিশোধ করবেন মর্মে ৩০০ টাকার স্ট্যাম্পে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করেন।  

এছাড়া ব্যাংক এশিয়ার বেশ কয়েকটি চেকে মোট ৭৫ কোটি টাকার হিসাব বসিয়ে দেন যা তৎকালীন ওসি গোলাম মোস্তফার কাছে ছিল। কিন্তু এখন পর্যন্ত তিনি একটি টাকাও গ্রাহকদের ফেরত দেননি।

তিনি আরও জানান, সোমবার এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ভুক্তভোগী গ্রাহকরা স্মারকলিপি পেশ করবেন।

এ ব্যাপারে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান বলেন, যেহেতু লেনদেনের বিষয় সেহেতু অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এ বিষয়ে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজিব খানের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি বরসা কর্তৃপক্ষের সঙ্গে বসেছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।