ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

অবশেষে রমেক হাসপাতালের পরিচালককে বদলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
অবশেষে রমেক হাসপাতালের পরিচালককে বদলি

রংপুর: অবশেষে ইন্টার্ন চিকিৎসক ও চতুর্থ শ্রেণী কর্মচারীদের আন্দোলনের মুখে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পরিচালক ডা. শরীফুল হাসানকে বদলি করা হয়েছে।  

সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আলমগীর কবীর।

আদেশে ডা. শরীফুল হাসানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক থেকে রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে পদায়ন করা হয়।

এর আগে দুপুরে বিভিন্ন অভিযোগে রমেক হাসপাতালের পরিচালক ডা. শরীফুল হাসানের অপসারণ দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেন ইন্টার্ন চিকিৎসক পরিষদ ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। এ সময় তার অপসারণে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে আল্টিমেটাম দেন আন্দোলনকারীরা। বিক্ষোভ শেষে হাসপাতালের স্বাস্থ্য কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের বিভিন্ন বিভাগে স্মারকলিপি দেন তারা।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।