সাভার (ঢাকা): সাভারের আশুলিয়া থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি হত্যাকাণ্ড।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার কলতাসূতি কেন্দ্রীয় কবরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় এক নারী সকালে আশুলিয়ার কলতাসূতি কেন্দ্রীয় কবরস্থানের সীমানাপ্রচীর ঘেঁষে পাতা কুড়াতে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে স্থানীয়রা আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমরা ধারণা করছি অজ্ঞাত ওই ব্যক্তিকে পূর্ব পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করেছে। নিহতের নাম-পরিচয় জানার জন্য ঢাকা জেলা পিবিআই পুলিশকে খবর দেওয়া হয়েছে।
তিনি বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মৃত্যুর ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
এসএফ/জেডএ