ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল হেলপারের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল হেলপারের

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দরজা খুলে পড়ে চালকের সহযোগী (হেলপার) নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগণ্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রাকিব হোসেন (১৮)। তিনি চট্টগ্রামের খুলশি থানার সেগুন বাগান এলাকার আরমান হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাতে চৌদ্দগ্রামের মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. কাউসার বলেন, রাকিবের ট্রাকটি চট্টগ্রামগামী একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। সেটির পেছনে ধাক্কা দেয় আরেকটি ট্রাক। এসময় সজোরে ধাক্কা খেয়ে দরজা খুলে ছিটকে পড়েন চালকের সহযোগী রাকিব। ঘটনাস্থলেই তিনি মারা যান।

মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ধাক্কা দেওয়া ট্রাকটি পুলিশের হেফাজতে আছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।