ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তারাকান্দায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
তারাকান্দায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহত ১ দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল -বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে তারাকান্দা উপজেলার গাছতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম হাসমত আলী (৪০)। বাড়ি জামালপুর সদর উপজেলা নলকুড়ি নারুন্দিয়া এলাকায়, বাবার নাম মৃত নাজিম উদ্দীন। দীর্ঘদিন ধরে নেত্রকোনায় বসবাস করতেন বলে জানিয়েছেন তার স্ত্রী বন্যা আক্তার।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল হক এই তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভাড়ায় চালিত ওই মোটরসাইকেলটিকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে এই হতাহতের এই ঘটনা ঘটে। পরে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার ও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।

এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।