ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

ঢাকা: রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের ভুয়া পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ।

গ্রেফতাররা হলেন- রাম প্রসাদ দত্ত, সন্তু ঘোষ, দেলোয়ার হোসেন, বাবু গাজী ও মনিরুল ইসলাম।

শুক্রবার (২৭ জানুয়ারি) আব্দুল্লাহপুর থেকে আশুলিয়াগামী রাস্তায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ছুরি, একটি চাপাতি, একটি লোহার রড, দুইটি জ্যাকেট ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

ডিবি উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার বদরুজ্জামান জিল্লু জানান, গ্রেফতাররা ডিবি পুলিশ পরিচয়ে টার্গেট ব্যক্তিদের কাছ থেকে সর্বস্ব লুট করে নিতো। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় তুরাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।