ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গভীররাতে সেন্টমার্টিনে আগুন, ৩ রিসোর্ট পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
গভীররাতে সেন্টমার্টিনে আগুন, ৩ রিসোর্ট পুড়ে ছাই সংগৃহীত ছবি

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনটি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।

 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত আড়াইটার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।  

জানা গেছে, রাতে সেন্টমার্টিনে আগুনে শায়রী, বিচ ভ্যালি ও কিংশুক নামে তিনটি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় কোনো পর্যটক বা স্থানীয় লোকজন হতাহত হননি। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য উন্নতমানের কোনো যন্ত্র না থাকায় ক্ষতি বেশি হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।