ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২, ২৪ এপ্রিল ২০২৫, ২৫ শাওয়াল ১৪৪৬

জাতীয়

৩ বছরের সাজা এড়াতে ১০ বছর পালিয়েও হলো না রক্ষা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
৩ বছরের সাজা এড়াতে ১০ বছর পালিয়েও হলো না রক্ষা গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি

ময়মনসিংহ: ময়মনসিংহে গরু চুরির মামলায় তিন বছরের সাজা এড়াতে পরিচয় গোপন করে পালিয়ে ছিলেন টানা ১০ বছর। কিন্তু এত কিছু করেও শেষ রক্ষা হয়নি।

অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন আব্দুল কাদির (৫০) নামের এক সাজাপ্রাপ্ত আসামি।

আব্দুল কাদির নান্দাইল উপজেলা খারুয়া ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে এ সাজাপ্রাপ্ত আসামিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে নান্দাইল থানা পুলিশ।

এর আগে শুক্রবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে গাজীপুরের কোনাবাড়ী এলাকার আমবাগ থেকে পলাতক আসামি আব্দুল কাদিরকে গ্রেফতার করা হয় বলে জানান নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ।

তিনি জানান, ২০১৩ সালে আব্দুল কাদিরকে আসামি করে নান্দাইল থানায় গরু চুরির মামলা হয়। ওই মামলায় গ্রেফতারের পর সে জামিনে ছাড়া পেয়ে আত্মগোপনে চলে যায়।

এরই মাঝে আসামির অনুপস্থিতি আদালত আব্দুল কাদিরকে তিন বছরের সাজা ও তিন হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

ওসি আরও জানান, ওই পরোয়ানার ভিত্তিতে গোপন সংবাদে অভিযান চালিয়ে আসামি আব্দুল কাদিরকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ