ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গেন্ডারিয়ায় আগুনে দোকান-রিকশা গ্যারেজ পুড়ে ছাই

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
গেন্ডারিয়ায় আগুনে দোকান-রিকশা গ্যারেজ পুড়ে ছাই

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়া বড় পুকুর পাড় এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ছোট ১০টি টিন সেটের দোকান ও একটি রিকশা গ্যারেজ ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়

রোববার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ড সংবাদ পেয়ে ঘটনাস্থলে প্রথমে একটি ইউনিট পরে আরও তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এই তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, এই অগ্নিকাণ্ডের ৪টি টিনসেট দোকান ও একটি রিকশার গ্যারেজ পুড়ে গেছে। আনুমান এর ক্ষয়ক্ষতি পরিমাণ ৫ লাখ টাকা হবে। তবে কোনো হতাহত নেই। এছাড়া অগ্নিকাণ্ডের কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
এজেডএস/এসএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।