ঢাকা, রবিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

বরিশাল কারাগারে কয়েদির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৭, জানুয়ারি ২৯, ২০২৩
বরিশাল কারাগারে কয়েদির মৃত্যু

বরিশাল: বরিশাল কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডিত কয়েদির মৃত্যু হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) কেন্দ্রীয় কারাগারের জেলার আবুল বাশার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (২৮ জানুয়ারি) দিনগত রাত ১০টায় কয়েদি আব্দুল আজিজ (৭০) মারা গেছেন। আব্দুল আজিজ বরগুনার বেতাগী উপজেলার ভোলানাথপুরের মৃত আমিনউদ্দিন খা’র ছেলে।

তিনি আরও জানান, আজিজ শনিবার রাত আটটার দিকে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীদের সহায়তায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়েছে।

ময়নাতদন্ত করে রোববার দুপুর ২টার দিকে আজিজের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান জেলার বাশার।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জানুয়া‌রি ২৯, ২০২৩
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।