ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সোনাইমুড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২ পরিবারকে সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
সোনাইমুড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২ পরিবারকে সহায়তা

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের পালপাড়া গ্রামের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হয়েছে।  

সোমবার (৩০ জানুয়ারি) সকালে পালপাড়া গ্রামের মোল্লা বাড়িতে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে এ সহায়তা তুলে দেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ২০০টি ঢেউটিন, নগদ ৫০ হাজার টাকা, কম্বল, শীতবস্ত্র ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য আবু সায়েম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, আমিশাপাড়া ইউনিয় আ. লীগের সভাপতি আলমগীর হোসেন, দেওটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আমিন শাকিল, দেওটি ইউনিয়ন আ. লীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক জামাল হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি রাত আড়াইটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মোল্লা বাড়িতে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে ওই বাড়ির ১২টি পরিবারের বসত ও রান্না ঘর পুড়ে যায়। এতে ঘরগুলোতে থাকা মূল্যবান মালামাল পুড়ে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।