ঢাকা: ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ঢাকা সফর করবেন। আগামী ৯-১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে তিনি ঢাকায় আসছেন।
সোমবার (৩০ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভারতের পররাষ্ট্রসচিব ঢাকায় আসছেন। সফরকালে তিনি জি-২০ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা করবেন।
সূত্র জানায়, ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন। সফরকালে তিনি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
আগামী মার্চে জি-২০’র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া আগামী সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
টিআর/আরবি