ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। গ্রেফতাররা হলো—মো. সজীব শেখ (২২), মো. লোকমান শিকদার (৩৭), মো. সাগর (১৮) ও এক শিশু (১৬)।
অভিযানে তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেট কার ও মাদক বিক্রির নগদ ২৮ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে র্যাব-১০-এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২৫ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেফতার আসামিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরেই দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিল।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয় বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
এসজেএ/এমজেএফ