ঢাকা: ঢাকার আশুলিয়া থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২২৪ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪ বলিভদ্র ও শ্রীপুর ব্যাসষ্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করেছে।
আটকৃতরা হলেন- মো. পলাশ আলী (৩২), মো. মিরাজ (২৫), মো. মিলন মিয়া (২৯) ও কৌশিক বাবু (২১)। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়৷
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে র্যাব-৪ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২৯ জানুয়ারি) ঢাকার আশুলিয়া থানাধীন বলিভদ্র ও শ্রীপুর ব্যাসষ্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২২৪ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ এবং ৪ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে আসামিরা জানা যায়, তারা দীর্ঘদিন ধরেই লোক চক্ষুর আড়ালে দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে সাভার, ধামরাই, আশুলিয়াসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে সরবরাহ করতো।
আটক ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
এসজেএ/এমএমজেড