ফেনী: ফেনীতে মাদক মামলায় জামিন নিয়ে পলাতক থাকা মো. দিদারুল আলম দিদারকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৮ নভেম্বর দিদারুল আলমকে ১২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে ছাগলনাইয়া থানা পুলিশ।
এ ঘটনায় এএসআই লিটন চন্দ্র দত্ত বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। একই বছর ২৭ ডিসেম্বর তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা।
মামলায় পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় দেন আদালত। আসামি দিদারুল আলম ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়া গোদা গ্রামের আবদুল জাব্বারের ছেলে।
ফেনী জেলা জজ আদালতের সহকারি সরকারি কৌঁসুলি দ্বিজেন্দ্র কুমার কংশ বণিক বলেন, দিদারুল আলম জামিনে ছাড়া পাওয়ার পর থেকে পলাতক আছেন। তাকে গ্রেফতার করার পর বা তিনি আদালতে আত্মসমর্পণ করলে তখন থেকে রায় কার্যকর হবে।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
এসএইচডি/জেএইচ