ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়লেন যুবক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়লেন যুবক

নেত্রকোনা: নেত্রকোনার মোহনগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৪০) মৃত্যু হয়েছে।  

সোমবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে মোহনগঞ্জ স্টেশনে ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনে কাটা পড়েন ওই যুবক।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ওই যুবকের পরিচয় এখনো জানা যায়নি। তবে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, মহুয়া কমিউটার ট্রেনটি মোহনগঞ্জ স্টেশন থেকে বিকেল ৪টার দিকে ঢাকার উদ্দেশ্য ছাড়ে। এসময় ওই যুবক উঠতে গেলে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ