ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকের সহকারী নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকের সহকারী নিহত 

ফেনী: চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মো. রণি (২২) নামের এক ট্রাকচালকের সহকারী নিহত হয়েছেন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা গাংচিল ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রণির বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ৯টার দিকে সেভেন রিং সিমেন্টের একটি ট্রাক থেকে সিমেন্ট আনলোড চলছিল। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা সেভেন রিং সিমেন্ট বহনকারী ট্রাকের সহকারী রণিকে অপর একটি ট্রাকচাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিভেন রিং সিমেন্টের একজন বিপণন কর্মকর্তা নিজের নাম ও পদবি প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন।

মিরসরাইয়ের জোরারগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মামুন মিয়ার সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত করা গেছে।  

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৩ 
এসএইচডি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।