ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আরসা সদস্যসহ ২ রোহিঙ্গা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
আরসা সদস্যসহ ২ রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজার: কক্সবাজারের রামু থেকে মিয়ানমারের বিছিন্নতাবাদী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যসহ দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

গ্রেফতাররা হলেন—টেকনাফের ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘সি’ ব্লকের দিল মোহাম্মদের ছেলে মো. শফিক ওরফে হাফেজ শফিক (৩০) ও একই ক্যাম্পের ‘ডি’ ব্লকের রশিদ আহমেদের ছেলে ইসলাম (২৬)।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোরে কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর র‌্যাব-১৫-এর কার্যালয়ের সামনে তল্লাশি চৌকি বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযানে গ্রেফতার হাফেজ শফিক টেকনাফ থানায় দায়ের হওয়া অস্ত্র মামলার আসামি। ইসলাম মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসার সদস্য। তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

গ্রেফতার দুজনকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

বাংলাদেশ: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৩
এসবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।