ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তাড়াশে ২ হাজার মানুষের মধ্যে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
তাড়াশে ২ হাজার মানুষের মধ্যে কম্বল বিতরণ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে দুই হাজার দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন সংসদ সদস্য ও অধ্যাপক ডা. আব্দুল আজিজ।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজার মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।

ডা. আব্দুল আজিজের ব্যক্তিগত অর্থায়নে বারুহাস ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন গ্রামের দরিদ্র শীতার্ত মানুষকে এসব কম্বল দেওয়া হয়।

বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হকের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু, মোজাম্মেল হোসেন, খলিলুর রহমান, যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন এবং বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম নান্নু প্রমুখ।

বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম নান্নু বলেন, শীতের প্রকোপে চলনবিল অধ্যুষিত তাড়াশের বারুহাস ইউনিয়নে দুঃস্থ মানুষগুলো কষ্ট পাচ্ছিলেন। এ অবস্থা জেনে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ নিজস্ব অর্থায়নে এসব কম্বল বিতরণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।