ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আলুর ব্যাগে মিলল ৮ লাখ টাকার হেরোইন!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
আলুর ব্যাগে মিলল ৮ লাখ টাকার হেরোইন!

কুষ্টিয়া: যাত্রীবাহী বাসের বাঙ্কারে আলুভর্তি ব্যাগের ভেতরে মিলল ৪০০ গ্রাম হেরোইন। কালোবাজারে যার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা! 

সোমবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া শহরের ত্রিমোহনী এলাকায় ‘আলম এক্সপ্রেস’ নামক একটি বাসের বাঙ্কারে রাখা আলুভর্তি ব্যাগ থেকে এ হেরোইন জব্দ করে বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সদস্যরা।

বিজিবি-৪৭ কুষ্টিয়ার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক এসব তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী যাত্রীবাহী  ‘আলম এক্সপ্রেস’ বাসে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় বাসের বাঙ্কারে একটি আলুভর্তি ব্যাগ থেকে ৪শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার দাম ৮ লাখ টাকা। তবে হেরোইন পাচারকারীকে পাওয়া যায়নি।

জব্দ করা হেরোইন বিজিবি-৪৭ এর সদর দপ্তরে জমা করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০০, ফেব্রুয়ারি ৬, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।