ঢাকা, বৃহস্পতিবার, ৩ শ্রাবণ ১৪৩১, ১৮ জুলাই ২০২৪, ১১ মহররম ১৪৪৬

জাতীয়

চাকরির সন্ধানে গিয়ে পথে লাশ হলেন যুবক 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
চাকরির সন্ধানে গিয়ে পথে লাশ হলেন যুবক  প্রতীকী ছবি

ঢাকা: রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ায় নতুন চাকরির সন্ধানে রাজধানীতে হন্যে হয়ে ঘুরছিলেন শাহ আলম (২৬) নামের যুবক। মাথায় ছিল দুশ্চিন্তার চাপ।

অনিশ্চিত ভবিষ্যতের ভাবনায় অসতর্কাবস্থায় রেললাইন পার হচ্ছিলেন তিনি।

এসময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে শাহ আলমের। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে রাজধানীর কারওয়ান বাজারের শুটকি পট্টি সংলগ্ন রেললাইনে ঘটে এই দুর্ঘটনা।  

বুধবার (৮ ফেব্রুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) সেকান্দার আলী।  

তিনি বলেন, মগবাজার পেয়ারাবাগ ‘স্বাধীন হোটেল এন্ড রেস্টুরেন্ট’ -এ বাবুর্চি হিসেবে কাজ করতেন শাহ আলম। সেখানেই থাকতেন। সম্প্রতি হোটেলটি বন্ধ হয়ে যাওয়ায় শাহ আলম অন্যত্র কাজ জোগাড়ের চেষ্টা চালাচ্ছিল।  

তিনি আরও বলেন, রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। আজ বুধবার দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হযয়েছে। এই ঘটনা একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৩
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।