ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ‘মাদক সম্রাট’ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৭, ফেব্রুয়ারি ৮, ২০২৩
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ‘মাদক সম্রাট’ গ্রেফতার

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক মাদক সম্রাট খ্যাত শাহ আলম ওরফে বাবু ওরফে বাবলুকে (৪১) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩)।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জ মডেল থানাধীন আগাঁনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেফতার বাবলুর নামে নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানায় ২০০৯ সালের ১টি মাদক মামলা রয়েছে। ওই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের পর থেকেই তিনি দেশের বিভিন্ন এলাকায় স্থান ও পরিচয় পরিবর্তন করে পলাতক ছিলেন।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীনেআছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
পিএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ